ফিতরা (com.heaven_it.ashiqulislam.fitra) on Google Play
![]()
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমার ছোট্ট একটি কাজ। আল্লাহর অশেষ রহমতে ফিতরা আদায়ের সম্ভাবলি নিয়মা-কানুন এবং এই রিলেটেড কিছু সহিহ হাদিস ও সহিহ নিয়ম তুলে ধরেছি। ডাটা কালেকশনঃ শেইখ মতিউর রহমান মাদানির ভিডিও লেকচার ও অনলাইন সার্চ আমাদের দেশের প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। ফিতরা বিষয়টি এখানে সহিহ হাদিসের আলোকে আলোকিত করা হয়েছে। যদি কোন ভুল থাকে সহিহ হাদিস দ্বারা কমেন্ট করার জন্যে অনুরোধ জানানো হল।